
প্রিয়ভাষিণীর সেই স্বর
আর তার অগ্নিঝরা সুহাসী,
চির-সবুজ হয়ে থাক।
অম্লান হয়ে বেঁচে থাক চিরকাল
এই হৃদ-মাঝারে।
আমি তাতে জ্বলবো,
সেই সুরে গাইবো।
আর সেথায় প্রাণ পাবো বারেবারে।
আসুক সে প্রতিদিনের ভোর হয়ে।
তৃষ্ণার্ত দুপুরে সুশীতল ছায়া নিয়ে।
অথবা, গোধূলির রক্তিম আভা ছুঁয়ে।
ভাসুক সে সকল সুখ-উল্লাসে।
চৈত্র-বৈশাখীর মৃদু শীতল বাতাসে।
আর কারো গানে নয়,
আর কারো সুরে নয়,
শুধু আমার প্রিয় সব গানে, আর প্রিয় সব সুরে।
No comments