সাদা ঘোমটার আড়াল থেকে তোমার অশ্রু গড়াবে।
নীরব আঁধারের আঙিনায় আমার চিহ্ন খুঁজে বেড়াবে।
একালের স্মৃতিগুলো তখন,
রঙিন হয়ে তোমার চোখের পাতা ছুঁয়ে যাবে।
আমি দূর হতে তা দেখে যাবো।
দূর হতেই ফিরে আসতে চাইবো।
হয়তো ফিরেও আসবো।
এক আকাশ নীলে শুধু দৃষ্টি রেখো।
মেঘের যে দল একপাশে থেমে রবে,
হয়তো তুমি তার ভাঁজে আমাকেই খুঁজে পাবে।
No comments