
কোন একদিন
আমি অস্তিত্বহীন হবো।
নুয়ে পড়া তোমার প্রবীণ দেহ
হেলে রবে সেগুনের ইজি-চেয়ার ঘেঁষে।
তুমি একলা রবে স্মৃতির বদ্ধ আঙিনায়।
কালের বহমান ধারায়
তখনো বর্ষা আসবে তোমার দুকূল ছাপিয়ে।
আমি দূরবীনতর দূরত্বে রবো।
অদৃশ্য ছায়া হয়ে তোমার পাশে রবো।
কোন এক বরষার সন্ধ্যায় তুমি নিঃসঙ্গ হবে।
নোনাজল চেপে দখিনা জানালায় কান পেতে রবে।
আমি আবার প্রাণ পাবো।
জলের বীণায় সুর তুলে যাবো।
তুমি হারিয়ে যাবে
অনুভূতির গহীন অরণ্যে।
খুঁজে যাবে তোমার পাশে থাকা অদৃশ্য এই আমায়।
হয়তোবা কখনো সখনো,
একসাথে মেতে রবো দুজনায়,
বরষার ক্ষণে ঝরে যাওয়া অবিরাম রিমঝিম শীতলতায়।
No comments