default | grid-3 | grid-2

Post per Page

টান

সেদিনের কথা-
এইতো সেদিনের কথা-
তোমার মনে আছে দানবী?
ঘন কুয়াশা মাড়িয়ে তোমার পানে যে ছুঁটে গিয়েছিলাম।
কীযে এক মায়ার টান ছিল সেদিন!
তুমি বুঝবে না।
তুমি কেন...
আমি নিজেই তো সেদিন ভিতরের টানটা বুঝে উঠতে পারিনি।
শুধু ছুঁটেই গিয়েছি অন্ধের মত।
কেন গিয়েছি, কখন গিয়েছি তা শুধু এখন চোখে ভাসে।
অথচ, সেদিন ভাসেনি।
কী এক ভালবাসার টান ছিল সেদিন!
এখনো মনে পরে,
সেই সকালের আগের রাতে কতটা উম্মাদ ছিলাম।
হাসছো?
হ্যাঁ, সত্যিই উম্মাদ ছিলাম।
নয়তো কী?
তীব্র শীতের রাতে কাথা মুড়ি দিয়েও যখন সবাই ঠকঠক করে কাঁপছিল।
আমি তখন বরফ-শীতল পানিতে গা ভিজিয়েছি।
জাগতিক প্রতিকূলতা আমায় স্পর্শ করেনি।
কল্পমাঝে যে দৃষ্টিটুকু ছিল,
তা শুধু আছড়ে পড়েছিলো তোমার পথের ধূলোয়।
কখন সকাল হবে, কখন ছুঁটে যাবো,
আর কখন তোমার সান্নিধ্য পাবো।
কীযে এক টান ছিল সেদিন!
ভালবাসলে হয়তো সবাই এমনই উম্মাদ হয়।
আগে ভাবিনি, আর এখন তা বিশ্বাসও করি।
ভালবাসা মানুষের বিশ্বাসকে কত দূরেই না নিয়ে যায়।
তাইনা দানবী?
তোমার মনে আছে?
কুয়াশা ঢাকা প্রথম প্রহরে চারটি চোখের দৃষ্টি কেমন ছিল?
আপন চোখের খোলা দরজায় দাঁড়িয়ে আমি তখনও অন্ধ ছিলাম।
গহীনের ক্ষীণ আলোটুকুতে একজোড়া চোখ স্পষ্ট ছিলো।
তোমার...
হ্যাঁ, তোমার একজোড়া লাজুক চোখ।
যে চোখের চাহনি আমায় এড়াতে চেয়েছে বহুবার।
পারেনি...
আমি নাহয় অন্ধ আর উম্মাদ ছিলাম।
তুমি?
তুমি কেন এমন ছিলে সেদিন?
গভীরতা কী তোমার মাঝেও ছিল?
বুঝিনি,
আজ বুঝি...
অপরিচিতার হাতে আমার হাত কেন এতো চেনা ছিল।
শীতলতার মাঝেও আমার হাতে কেন এত উষ্ণতা ছিল।
মনে হয় যেন শত শত যুগ ধরে ও হাতে আমার হাত আগলে রাখা।
ভালবাসা মানুষকে কতখানি গভীরেই না নিয়ে যায়।
দানবী...
তোমার আলোয় না এলে হয়তো এসব আধাঁরেই রয়ে যেত।

No comments

Error Page Image

Error Page Image

Oooops.... Could not find it!!!

The page you were looking for, could not be found. You may have typed the address incorrectly or you may have used an outdated link.

Go to Homepage