
মুখ থেকে তোমাকে বলা হবেনা কখনোই।
তোমার একমাত্র ছেলে জগতের সবথেকে সুখীদের একজন।
আর তা তোমার জন্যই।
জীবন চলার পথে তোমার বানীগুলো আমায় পথ দেখিয়েছে।
ভুলে চলা পথ থেকে তোমার ঈশারায় বাঁক নিয়েছি নতুন আলোর পথে।
বারবার তুমি আমায় গড়েছো নিজ হাতে।
বাবা, আমি জানি...
নিজেকে মানুষ বলা খুব সহজ নয়।
তবুও আজ নির্দ্বিধায় বলতে পারি,
আমি মানুষ
আর তা তোমার জন্যই।
প্রতিদিনের মত আমার আকাশটা আজও অনেক রঙিন।
প্রতিনিয়ত তা সাজাতে পারি নিজের মত করে।
আমার আগামীর মাঝে আমি আঁধার দেখি না।
কারণ, তুমি আমার বাবা।
তুমি বাবার মতই একজন বাবা।
অনেক বেশিই ভালবাসি তোমায় বাবা।
No comments